বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া এলাকায় ঝড়ে গাছ চাপা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। অপরদিকে একই সময় ঝড়ে নৌকা কাত হয়ে হিজলা সংলগ্ন মেঘনা নদীতে এক জেলে নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধার করতে গিয়ে তার বাবা আহত হন।
সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহতাব হোসেন সুরুজ জানান, স্থানীয় রাড়িমহল গ্রামের মোহাম্মদ রজিত বিহারী (৭৫) বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ পড়ে স্ত্রী ও দুই ছেলেসহ টিনের ঘরে ঘুমিয়ে ছিলেন। সকাল সাড়ে ৬টার দিকে হঠাৎ ঝড়ে তার ঘরের ওপর একটি চাম্বল গাছ উপড়ে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে স্ত্রী ও দুই সন্তান অক্ষত রয়েছে বলে তিনি জানান।
অপরদিকে একই দিন সকালে হিজলা উপজেলার মেঘনা নদীতে মাছ ধরার সময় ঝড়ে নৌকা কাত হয়ে স্থানীয় চরকিল্লা গ্রামের মাসুদ রাঢ়ি (১৮) নদীতে পড়ে নিখোঁজ হন। তাকে রক্ষা করতে গিয়ে তার বাবা আবুল কালাম রাড়ি আহত হন। আহত কালামকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হিজলা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবিদ হাসান ঝড়ে ওই এলাকায় ক্ষয়ক্ষতির সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে জানান, নিখোঁজ জেলের সন্ধানে মেঘনা নদীতে উদ্ধার অভিযান চলছে। তিনি বলেন, গতকাল সকালের ঝড়ে মেহেন্দিগঞ্জের লতা নদীতে একটি ছোট লঞ্চ ডুবেছে। হিজলা উপজেলার ২৫টি ঘর বিধ্বস্ত হয়েছে। গাছ পড়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থাকা একটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরসহ বিভিন্ন স্থানে বেশকিছু গাছপালা উপড়ে পড়েছে। রাস্তার ওপর গাছ পড়ায় হিজলা-বরিশাল রুটে বাস চলাচল বন্ধ ছিল। গাছ পড়ে সরবরাহ লাইন ছিড়ে যাওয়ায় বিভিন্ন এলাকায় বিদ্যুত সরবরাহও বন্ধ ছিল।
বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক প্রণব কুমার রায় জানান, বৃহস্পতিবার সকাল ৬টা ৫৫ মিনিট থেকে দমকা বাতাস বইতে শুরু করে। সকাল ৭টা ১০ মিনিট পর্যন্ত দমকা বাতাসের সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হয়েছে। ঝড়ের সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ৪৬ কিলোমিটার। সকালে ২৯.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল