রংপুরের গঙ্গাচড়ায় মুরগির বিষ্ঠার গর্তে পড়ে ১৫ মাসের শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গঙ্গাচড়া ইউনিয়নের মুন্সিপাড়ায় বৃহস্পতিবার দুপুরে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মুন্সিপাড়ার সিরাজুল ইসলামের পুত্র রানা মিয়ার ১৫ মাসের পুত্র সন্তান তৌহিদুল ইসলাম বাড়ির লোকজনের অজান্তে বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশেই মুরগির বিষ্ঠার গর্তে পড়ে মারা যায়।
তাকে দেখতে না পেরে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করার সময় দেখতে পায় শিশুটির পরনের প্যান্ট বিষ্ঠার গর্তের পানিতে ভেসে আছে। তখন তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
গঙ্গাচড়া থানার এস আই বুলবুল আহম্মেদ জানান, লাশের সুরাতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পরিবারের লোকজনের অভিযোগ না থাকায় থানায় ইউডি মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ