বান্দরবানের আলীকদমে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. শাকিল (১৮) নামে একজন নিহত হয়েছে। আহত হয়েছে মো. শরিফুল ইসলাম (১৭) নামে আরো একজন। বৃহস্পতিবার সকালে চিরিঙ্গা-আলীকদম সড়কের কাঁকড়াঝিড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলীকদম থেকে আসা মিনিট্রাক কাঁকড়াঝিড়ির কাছাকাছি হলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই মো. শাকিল মারা যান। গুরুতর আহত মো. শরিফুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আলীকদম থানার ওসি মো. নাছির উদ্দীন জানান, ঘটনার পরপরই মিনিট্রাকটি পালিয়ে যায়। মিনিট্রাক খুঁজে পেতে এবং চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এএ