রংপুরের কাউনিয়া উপজেলায় সাবেক ইউপি চেয়ারম্যান বাড়ির লোকজনের হাত-পা বেঁধে ডাকাতির অভিযোগ উঠেছে। ডাকাতরা পিস্তল দেখিয়ে নগদ টাকাসহ স্বর্ণ লুট করে নিয়ে গেছে।
ঘটনা সংশ্লিষ্টরা জানিয়েছেন, বুধবার রাতে উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী গ্রামে আমজাদ হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যদের পরনে শুধু হাফপ্যান্ট ছিল, গায়ে কোনো জামা ছিল না। সবার পিঠে ছোট ব্যাগ ছিল।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, বারান্দার গ্রিল থাকায় নিরাপদ মনে করে অতিরিক্ত গরমের কারণে ঘরের দরজা খোলা রেখে ঘুমান তারা। বুধবার গভীর রাতে বাড়ির বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে অন্তত আটজনের সংঘবদ্ধ ডাকাত দল। তারা গৃহকর্তা আমজাদ হোসেনসহ তার স্ত্রী খালেদা বেগম ও কন্যা মনা আক্তারের হাত-পা ও চোখ বেঁধে মারধর করে। এরপর আলমারিতে রাখা নগদ আট লাখ টাকা, পাঁচ ভরি স্বর্ণলঙ্কার লুট করে নিয়ে যায়। ঘটনার সময় বাইরে প্রচণ্ড ঝড়-বৃষ্টি হচ্ছিল।
দীর্ঘদিন পর কাউনিয়ায় ডাকাতির ঘটনায় গ্রামের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতির ঘটনায় গভীরভাবে অনুসন্ধান চালানো হচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল