কক্সবাজারের টেকনাফে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় উপজেলার বিভিন্ন মাছ ঘাটে অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় ১০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করে ৩টি এতিমখানায় বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত কক্সবাজার-টেকনাফ সমুদ্র উপকূলের বিভিন্ন মাছ ঘাটে মৎস্য অফিস, কোস্টগার্ড ও নৌ পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ ১ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০০ কেজি মাছ জব্দ করে। তবে এ সময় কোন জেলেকে আটক করা যায়নি। পরে অভিযানে জব্দকৃত কারেন্ট জালগুলো ঘাট এলাকায় পুড়িয়ে ফেলা হয় এবং জব্দকৃত ১০০ কেজি মাছ স্থানীয় ৩টি এতিমখানায় বিতরণ করা হয়।
এ অভিযানের নেতৃত্বে ছিলেন টেকনাফ উপজেলা জৈষ্ঠ্য মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন বাহারছড়া কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার আলমগীর, টেকনাফ নৌ-পুলিশের ওসি বিদ্যুৎ ও উপজেলা মৎস্য অফিসের সহকারী শহিদুল আলমসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যবৃন্দ।
বিডি প্রতিদিন/এএম