নির্মাণ শ্রমিক নয়নের (২০) হত্যাকারীদের বিচারের দাবিতে সিলেটের বিশ্বনাথে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে পৌর শহরের বাসিয়া ব্রিজের ওপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথের সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) রফিক হাসান। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ মোশাহিদ আলী, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান।
বিশ্বনাথ ড্যাফোডিল অ্যাসোসিয়েশনের এমদাদ হোসেন নাঈমের সঞ্চালনায় কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আবদুল মতিন, মহব্বত আলী, সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ সুমন, পৌর কাউন্সিলর মো. ফজর আলী, রাজু আহমদ খান, ছাত্রলীগ কর্মী জাকির হোসেন, তন্ময় দেবরায়, নিহত নয়নের বাবা আবদুল জলিল, মা হালিমা বেগম ও স্ত্রী ইভা বেগম প্রমুখ। মানববন্ধনে বিশ্বনাথের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, নয়ন শান্ত স্বভাবের ভালো ছেলে ছিল। নিছক চুরির অপবাদ দিয়ে খেটে-খাওয়া একজন মানুষকে মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে হত্যা করা হয়েছে। এটা খুবই মর্মান্তিক। হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসি নিশ্চিত করতে হবে।
প্রসঙ্গত, গত ৯ জুন শুক্রবার সকাল ৯টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন ভবনে চুরির অভিযোগে নির্মাণ শ্রমিক নয়ন ও আইয়ুব আলীকে নির্যাতন করা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার আমিনুলের নেতৃত্বে হাত-পা বেঁধে লোহার রড ও পাইপ দিয়ে বেধড়ক পেটানো হয়। একপর্যায়ে নয়নের মৃত্যু হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল