৫ শতাধিক মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে কুমিল্লা জেলা পরিষদ। বৃহস্পতিবার কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই বৃত্তি দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি।
তিনি বলেন, দুর্নীতি আমাদের বড় সমস্যা। দুর্নীতি ছাড়া কেউ আমাদের দমিয়ে রাখতে পারবে না। শিক্ষার্থীদের সততার সাথে জীবন গড়তে হবে। তিনি শেখ হাসিনার ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে শিক্ষার্থীদের নিজেদের গড়ে তোলার আহবান জানান।
সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমান বাবলু। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। শিক্ষার্থীসহ সবাইকে স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করতে হবে।
বিশেষ অতিথি ছিলেন প্রাণ গোপাল দত্ত এমপি, আবুল হাসেম খান এমপি, কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর জামাল নাছের, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষ ড. আবু জাফর খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাঈন উদ্দিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক অর্পণা বৈদ্য, জেলা পরিষদ প্যানেল মেয়র আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক।
উল্লেখ্য-কুমিল্লা জেলা পরিষদ এসএসসি ও এইচএসসির মেধাবী ৫১৭ জন শিক্ষার্থীকে এককালীন শিক্ষাবৃত্তি দেয়া হয়।
বিডি প্রতিদিন/এএম