ডুয়েটে দুই দিনব্যাপী শুরু হচ্ছে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন নেক্সট জেনারেশন কম্পিউটিং, আইওটি অ্যান্ড মেশিন লার্নিং (এনসিআইএম ২০২৩)’ বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স। ‘রূপকল্প ২০৪১’ অর্জনের লক্ষ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণ ও ৪র্থ শিল্পবিপ্লবের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থী, গবেষক এবং শিক্ষাবিদদের মানসম্পন্ন গবেষণা সম্পাদনে সহায়তা ও উৎসাহিত করতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ডুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজিত এ কনফারেন্সটির উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার বিশ্ববিদ্যালয়ের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
কনফারেন্সটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক এমপি। অনুষ্ঠানে কনফারেন্সের চিফ প্যাট্রন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান উপস্থিত থাকবেন। এছাড়াও কনফারেন্সটির প্যাট্রন ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশীদ এবং কনফারেন্সটির জেনারেল চেয়ার ও সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. মোঃ ওবায়দুর রহমান সহ কনফারেন্স অর্গানাইজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ আরো উপস্থিত থাকবেন।
কনফারেন্সের গবেষণাপত্র উপস্থাপনসহ অন্যান্য অনুষ্ঠানসমূহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম একাডেমিক ভবনে অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, মালয়েশিয়া, স্পেন, ইন্ডিয়া, সৌদি আরব এবং দক্ষিণ কোরিয়াসহ ১১ টি দেশ থেকে ২শ’ জনের অধিক গবেষক অংশগ্রহণ করবেন। দুইদিন ব্যাপী এ কনফারেন্সে ৮৪ টি গবেষণাপত্র উপস্থাপিত হবে। অংশগ্রহণকারীদের উপস্থাপনা ও কাজের ভিত্তিতে সেরাদেরকে পুরস্কৃত করা হবে।
কনফারেন্সটির স্পন্সর হিসেবে থাকছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর এবং এটুআই (ধ২র)। টেকনিক্যাল কো-স্পন্সর হিসেবে থাকছে ‘আই-ইইই’ ও ‘আই-ইইই কম্পিউটার সোসাইটি’ এবং টেকনিক্যাল সাপোর্ট হিসেবে থাকছে ‘আই-ইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার’।
বিডি প্রতিদিন/এএম