জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বাংলানিউজটোয়েন্টিফোর.কমের প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা কর্মসূচি পালন করেছেন খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন ও পেশাজীবী সাংবাদিকরা।
শুক্রবার শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
এতে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি দুলাল হোসেনের সঞ্চালনায় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, সহ-সভাপতি জহুরুল আলম, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল এবং টিআইবি-খাগড়াছড়ির ম্যানেজার আব্দুর রহমান।
বক্তারা দ্রুত গোলাম রাব্বানী হত্যার নির্দেশদাতা বাবু চেয়ারম্যানসহ সকল হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওয়াতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিডি প্রতিদিন/কালাম