দিনাজপুরে প্রেমের সম্পর্কের জেরে ইউনুস আলী নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পার্বতীপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে এবং দুইজনকে আটক করা হয়েছে বলে জানান পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত খান।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউপির হয়বৎপুর সেজোপাড়া গ্রাম থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ইউনুস আলী (২৪) পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউপির হয়বৎপুর পূর্বপাড়া গ্রামের মাহবুব হোসেনের ছেলে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পার্বতীপুরের হয়বৎপুর গ্রামের আলতাফ হোসেনের মেয়ের সঙ্গে ইউনুস আলীর প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু ছয় মাস আগে ওই মেয়ের অন্যত্র বিয়ে দেয় পরিবার। বিয়ের পরেও মেয়েটির সঙ্গে নিয়মিত মুঠোফোনে যোগাযোগ হত ইউনুস আলীর। কয়েকদিন আগে বাবার বাড়িতে আসে মেয়েটি। এরই জেরে শুক্রবার রাতে ওই ছেলে মেয়ের বাড়িতে যায়। এরপর খোজঁখবর নাই। পরে পুলিশ খবর পেয়ে শনিবার রাত ১২টার দিকে মেয়ের চাচা মাহাতাবের বাড়ি থেকে স্থানীয়দের সহযোগিতায় ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। ছেলের পরিবার মরদেহ দেখে ফেললে পালিয়ে যায় ওই এলাকার মেম্বারসহ মেয়ে পক্ষের লোকেরা।
পার্বতীপুর মডেল থানা ওসি আবুল হাসনাত খান এর সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে আনা হয়েছে। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়। রবিবার ১৩ জনকে আসামি করে মৃত যুবকের পিতা মাহবুব হোসেন হত্যা মামলা করেছেন। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে এবং অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএ