নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় পার্শ্ববর্তী ডেমরা থানার ৬৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লিংকন (২২) নিহত হয়েছেন।
আজ দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত লিংকন ডেমরা মালা মার্কেট এলাকার মৃত আব্দুল সত্তরের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ইন্সপেক্টর ওসি/তদন্ত আতাউর রহমান জানান, রূপগঞ্জ থানার দিক থেকে একটি মোটরসাইকেলে করে ছাত্রলীগ নেতা লিংকন নিজ এলাকা ডেমরা যাচ্ছিলেন। এ সময় একটি পিকআপ (ঢাকা মেট্রো ট ১৩-৩২১৫) চাপা দিলে ঘটনাস্থলে লিংকনের মৃত্যু হয়। এ ঘটনায় পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে পিকআপ ভ্যান চালককে আটক করা যায়নি।
এ ব্যাপারে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন