পাবনার সুজানগরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। রবিবার সকালে এ দূর্ঘটনা ঘটে। নিহত মাজেদ আলীর (২৬) বাড়ি কুষ্টিয়া জেলার খোকসায়। সে মোটরসাইকেলযোগে ঢাকা যাচ্ছিল।
সুজানগর থানার উপ-পুলিশ পরির্দশক (এসআই) দিপু মন্ডল জানান, মাজেদ তার এক স্বজনের সাথে মোটরসাইকেল যোগে সুজানগর হয়ে কাজিরহাট দিয়ে ফেরিপার হয়ে ঢাকায় যাবার কথা ছিল। সকালে ঢাকা যাবার পথে তাদের মোটর সাইকেলটি পাবনা-সুজানগর সীমান্তবর্তী সুজানগর উপজেলার বান্নাইপাড়া নামক স্থানে পৌছালে বালু বোঝাই ট্রাকের পাশ দিয়ে যাবার পথে ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পরে মোটর সাইকেলের দুইজন মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক মাজেদকে মৃত ঘোষনা করে।
পুলিশ ট্রাকটি জব্দ করলেও ট্রাকের চালক ও হেলপারকে আটক করতে পারেনি।
বিডি প্রতিদিন/এএম