বাগেরহাটের মোরেলগঞ্জে এক ইউপি মেম্বারের বাড়িতে চেতনানাশক স্প্রে দিয়ে লুটের অভিযোগ পাওয়া গেছে। রবিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামের ৮ নং ওয়ার্ড মেম্বার জাহিদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
অজ্ঞাত দুর্বৃত্তরা সকলকে অজ্ঞান করে ঘরের বেড়া ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালংকার ও একটি পালচার মোটরসাইকেলসহ মূল্যবান মালামাল লুটে নিয়েছে বলে ইউনিয়ন পরিষদের মেম্বার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম জানিয়েছেন।
ডাকাতদের চেতনানাশক স্প্রেতে গুরুতর আহত জাহিদুল ইসলামের পিতা মো. মোক্তার আলী মাঝি (৭২), মা শেফালী বেগম (৬৪) পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কিছুটা স্বাভাবিক হয়ে পুলিশের সাথে বাড়ি ফিরেছেন জাহিদুল ইসলাম।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, মোরেলগঞ্জে অপরাধ নিয়ন্ত্রণে রয়েছে। মেম্বারের বাড়ির এ ঘটনাটি নিয়ে সন্দেহ রয়েছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএ