দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান বলেছেন, দেশকে যদি সমৃদ্ধির সোপানে পৌঁছাতে চাই, যদি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে চাই তাহলে দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে। এই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করতে হলে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয়া ছাড়া কোন বিকল্প নেই।
বরিশালে রবিবার সকালে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নগরীর বান্দ রোডের জেলা শিল্পকলা একাডেমী হলরুমে বরিশাল বিভাগীয় দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত অনুষ্ঠানে দুদক কমিশনার আরো বলেন, দুর্নীতি আমাদের অর্থনৈতিক অগ্রগতি ২ ভাগ পিছিয়ে দিচ্ছে। রাষ্ট্রে গুড গভর্নেন্স প্রতিষ্ঠিত করতে সর্বাগ্রে দুর্নীতি প্রতিরোধ করতে হবে। একটি কল্যাণ রাষ্ট্র সৃষ্টি করতে সব সমাজে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে এবং দেশকে দুর্নীতি মুক্ত করতে হবে।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে গণশুনানিতে বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন-উল আহসান, মেট্রো পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মোঃ আক্তার হোসেন, দুদক বিভাগীয় পরিচালক মো. আবব্দুল গফফার এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রাবেয়া খাতুন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন