যশোরের ঝিকরগাছা উপজেলার শিওরদাহ গ্রামে আল আমিন (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে রবিবার সকালে এ ঘটনা ঘটে। এর সাথে জড়িত সন্দেহে ইমরান হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, আল আমিন শিওরদাহ গ্রামে শ্বশুরবাড়িতে ঘর-জামাই হিসেবে থাকতেন। একই গ্রামের ইমরান হোসেন নামের এক যুবকের কাছে তিনি দুই হাজার চারশ’ টাকা ধার করেছিলেন। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে আল আমিন তার শ্বশুরবাড়ির নির্মাণাধীন বাড়ির ছাদে ছিলেন। এসময় ইমরান সেখানে যান। পাওনা টাকা নিয়ে সেখানে ইমরানের সঙ্গে আল আমিনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইমরান সেখানে থাকা লোহার রড দিয়ে আল আমিনকে পেটাতে থাকেন। এসময় আল আমিস ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে মারা যান তিনি।
ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত বলেন, আল আমিনে হত্যাকারী ইমরানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এএম