বগুড়ার শেরপুরে আমনের ফলন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম ফারুক, সহ-সভাপতি মুনসী সাইফুল বারী ডাবলু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল হান্নান, ছামিদুল ইসলাম প্রমূখ।
স্থানীয় কৃষি অফিস জানায় ২০২২-২৩ অর্থবছরে খরিপ-২/২০২০-২৪ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় শেরপুর উপজেলায় এক হাজার দুইশ’ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষক পাঁচ কেজি বীজ, দশ কেজি ডিএপি ও দশ কেজি এমওপি সার প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল