চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পিতার ইটের আঘাতে ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে। অন্যদিকে সদর উপজেলার বাবুডাইং এলাকা থেকে সমির আলী (১৫) নামে এক কিশোর অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, আজ রবিবার সকাল সাড়ে ৬টার দিকে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বুরিন্দাপাড়া গ্রামের জিয়ারুল ইসলামের (৪০) সাথে তার পিতা জয়নুদ্দিনের ৪৩ হাজার পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে পিতা জয়নুদ্দিন একটি ইট নিয়ে পেটের নিচে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান ছেলে জিয়ারুল। পরে স্থানীয়রা ঘাতক জয়নুদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান, গোমস্তাপুর থানার ওসি মো. মাহবুবুর রহমান। এর আগে শনিবার গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বাবুডাইং এলাকার একটি আমবাগান থেকে সমির আলী নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। নিহত সমির আলী হচ্ছে জেলার নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের বহরইল গ্রামের মেজর আলীর ছেলে। গতকাল শনিবার থেকে সে অটোসহ নিখোঁজ ছিল। ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর অটোটি ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
সদর থানার ওসি মো. সাজ্জাদ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিহত সমির আলীর শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।
বিডি প্রতিদিন/হিমেল