কক্সবাজার-টেকনাফে মিনিবাস-অটোরিকশার সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এতে অন্তত আরও ২ জন আহত হয়েছেন। রবিবার বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের বড়ইতলী এলাকার উঠনিতে এ ঘটনা ঘটে। নিহত যুবক মো. সালাউদ্দিন টেকনাফ সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড কেরুনতলী এলাকার মৃত আলী আকবরের ছেলে।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) নাছির উদ্দীন মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের যুবকের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরবর্তী কার্যক্রম হাইওয়ে পুলিশ পরিচালনা করবে।
হোয়াইক্যং হাইওয়ে পুলিশ পরিদর্শক কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মিনিবাস- অটোরিকশা (সিএনজিটি) জব্দ করেছি এবং মামলা দায়ের করা হবে।
বিডি প্রতিদিন/এএম