রংপুর নগরীর ধাপ এলাকায় একটি নির্মাণাধীন ভবনের লিফটের গর্তে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে স্থানীয় এক ব্যক্তির নির্মাণাধীন ভবনে এই ঘটনা ঘটে। নিহত হামিদুল ইসলাম (৪০) নগরীর মেট্রোপলিটন হাজিরহাট থানার আদর্শপাড়া এলাকার হাসিব উদ্দিনের পুত্র।
ধাপ পুলিশ ফাড়ি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধাপ এলাকার এক ব্যক্তির বাড়ি নির্মাণের সময় লিফট স্থাপনের গর্তে পড়ে ওই শ্রমিক মারা যান। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রমেক মর্গে পাঠায়।
ধাপ পুলিশ ফাড়ির ইনচার্জ মাহামুদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম