কক্সবাজারের চকরিয়ায় বন্দুকের কার্তুজসহ তিন মামলার আসামি জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ। এসময় ১০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
রবিবার ভোররাত তিনটার দিকে চকরিয়া থানার ওসি চন্দুন কুমার চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। জাহিদুল ইসলাম ওই এলাকার ছুরত আলমের ছেলে।
জানা যায়, তিন মামলায় পরোয়ানাভুক্ত আসামী জাহিদুল ইসলাম ঘরে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে বাড়ি থেকে ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম