কক্সবাজারের টেকনাফের চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১১৫ ক্যান বিয়ার ও ৩৪টি বিদেশি মদের বোতলসহ এক নারীকে আটক করেছে র্যাব-১৫।
আটক ফেরুজা খাতুন (৪০) টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়ার (আবুল বশরের বাড়ি) আব্দুল মুনাফের স্ত্রী।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ার আবুল বশরের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ফেরুজা খাতুনকে আটক করা হয়। তার বসত ঘরের খাটের নিচে থাকা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১১৫ ক্যান বিয়ার ও ৩৪টি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে জানান, উদ্ধার করা বিয়ার ও বিদেশি মদসহ আটক নারী ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল