২৩ জুন, ২০২৩ ১৫:৪১

বরিশালে বিভাগীয় সমাবেশ সফল করতে তরুণদের প্রতি যুবদল সভাপতির আহ্বান

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে বিভাগীয় সমাবেশ সফল করতে তরুণদের প্রতি যুবদল সভাপতির আহ্বান

বরিশাল বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। শুক্রবার সকালে বরিশাল প্রেস ক্লাবে তারুণ্যের সমাবেশের প্রস্তুতির বিষয়ে এক সংবাদ সম্মেলনে টুকু বলেন, দেশের ক্রান্তিকালে দেশ বাঁচাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের সমাবেশ ডাক দিয়েছেন। 

টুকু বলেন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল তরুণ সমাজের প্রতিনিধিত্ব করে। দেশের জন্য এই তিন সংগঠনের কিছু দায়িত্ব রয়েছে। দেশ রক্ষায় বিগত দিনে সকল গণতান্ত্রিক আন্দোলনে তরুণ সমাজের জোরাল ভূমিকা ছিল। বর্তমানে দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। এই অবস্থা থেকে দেশের মানুষ পরিত্রাণ চায়।

সমাবেশ ঘিরে তরুণ সমাজ জাগ্রত হবে এবং অন্যায়ের প্রতিবাদ করতে মাঠে নেমে আসবে বলে প্রত্যাশা করেন তিনি। 

সংবাদ সম্মেলনে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ অন্যরা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর