ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৯৬ কেজি গাঁজা ও ৯৭ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে আশুগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়া সদরের শিমরাইলকান্দি এলাকার শফি মিয়ার ছেলে মো. শাহিন (২৫), দাতিয়ারা এলাকার আবদুল সালাম মিয়ার ছেলে মোমিন মিয়া (২২) ও নরসিংদী জেলার চিনিশপুর জামতলা এলাকার কাজল খন্দকারের ছেলে আলামিন খন্দকার (২৩)।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি অভিযানিক দল শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গোলচত্বর এলাকায় সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে একটি সাদা রঙয়ের পিকআপ তল্লাশি করে। এতে ৯৬ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। একইদিনে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার দক্ষিণ দিক থেকে একটি পিকআপ থেকে ৯৭ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল