হবিগঞ্জের কোরবানির ঈদকে সামনে রেখে বেড়েছে গরু চুরি। গরু চুরি করে গাড়িযোগে নিয়ে যাওয়ার পথে জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই এলাকা থেকে দুই চোরকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদেরকে গণপিটুনি দিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চুরি করে নিয়ে যাওয়া গরু। শুক্রবার (২৩ জুন) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- বি-বাড়িয়া সদর থানা এলাকার মহিউদ্দিন নগরের শওকত আলীর পুত্র ইয়াসিন মিয়া (২৮) একই গ্রামের মোতালেব মিয়ার পুত্র বাবুল মিয়া (২৬)।
জানা যায়, ভোরে চোরেরা সুরাবই গ্রামের খেলু মিয়ার গোয়াল ঘর থেকে ১টি গরু চুরি করে পিকআপ যোগে নিয়ে যাওয়ার চেষ্ঠা করছিল। এসময় স্থানীয়রা বিষয়টি আঁচ করতে পেরে গাড়িসহ চোরদের পাকড়াও করে। পরে তাদেরকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার (ওসি) শেখ নাজমুল হক জানান, আটককৃত চোরদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়।
প্রসঙ্গত, ঈদকে সামনে রেখে হবিগঞ্জ জেলায় বেড়েছে গরু চুরি। বিশেষ করে হবিগঞ্জ সদর উপজেলা, শায়েস্তাগঞ্জ, বাহুবল উপজেলা ও চুনারুঘাট উপজেলায় বেশি গরু ছাগল চুরির ঘটনা ঘটছে। এর মধ্যে গত ১৬ জুন সদর উপজেলার রিচি ঈশান কোনা গ্রামের একটি গোয়াল ঘর থেকে ৩টি গরু চুরি করে নিয়ে যায় একদল চোর। পরে সেগুলো অভিযান চালিয়ে উদ্ধার করে ডিবি পুলিশ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ