গোপালগঞ্জ সরকারি শিশু পরিবারের ৭৪ জন দুস্থ শিশুকে ঈদের পোশাক উপহার দিয়েছেন গোপালগঞ্জ পৌরসভার মানবিক মেয়র শেখ রকিব হোসেন।
ঈদ উপহার হিসেবে প্রত্যেক শিশুর হাতে একটি করে ব্লেজার, স্যুট ও কোটি তুলে দেন অতিথিরা। পোশাক বিতরণ অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন।
সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. হারুন-আর-রশীদের সভাপতিত্বে বৃহস্পতিবার (২২ জুন) সরকারি শিশু পরিবারে অনুষ্ঠিত পোশাক বিতরণ অনুষ্ঠানে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক (অ.দা.) আল আমিন ও দুস্থ শিশুরা বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ