নানা কর্মসূচির মধ্যদিয়ে হবিগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট মো. আফিল উদ্দিনের সভাপতিত্বে পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, অ্যাডভোকেট সুলতান মাহমুদসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
পরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণ।
বিডিপ্রতিদিন/কবিরুল