কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বাহার উদ্দিন রেজা বীর প্রতীক-এর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবিতে শনিবার সকালের দিকে চৌদ্দগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা অফিসের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে চৌদ্দগ্রাম মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।
এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধার সন্তান কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র সাধারণ সম্পাদক চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মো. মিজানুর রহমান, সাবেক কমান্ডার সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র অর্থবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন মাসুদ, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল করিম শামীম, সদস্য খোরশেদ আলম, কাজী শাহজালাল শামীমসহ অসংখ্য মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানরা।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে গত ৬ জুন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে আসার পথে সন্ত্রাসী বাহিনী বাহার উদ্দিন রেজা বীর প্রতীক-এর ওপর হামলা চালায়। এসময় তাকে হত্যার উদ্দেশ্যে মিয়াবাজারের উত্তরে চান্দ্রশ্রী নামক স্থানে মহাসড়কে তার গাড়ি আটক করে অমানুষিক অত্যাচার ও বেধড়ক প্রহর করা হয়। পরবর্তীতে পুলিশ তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে।