ফেনীর ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিমের বিরুদ্ধে শরীফুল ইসলাম নামে এক কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার ফুলগাজী উপজেলা পরিষদের সামনে এই ঘটনা ঘটে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আহমেদ জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী উপ-সহকারী কৃষি কর্মকর্তা শরীফুল ইসলাম।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে ফুলগাজী উপজেলা ২০২৩-২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে নারিকেল গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছিল। এ সময় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম লোকজন নিয়ে অতর্কিতভাবে উপ-সহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলামের ওপর হামলা চালিয়ে মারধর করেন। এ সময় চারা বিতরণের মাস্টার রোল ছিঁড়ে ফেলেন চেয়ারম্যান। হামলার সময় চেয়ারম্যান ও তার লোকজন কৃষি কর্মকর্তাকে ‘কার দালালি করছোস’ বলে গলা-ধাক্কা ও কিল-ঘুষি মারেন। পরে চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে চেয়ারম্যান ও তার লোকজন চলে যায়। এ সময় কৃষি অফিসার মো. মাসুদ রানাসহ অন্যান্য কৃষি কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ ব্যাপারে সুরাহা করতে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিম উদ্দিন মজুমদার উভয়পক্ষকে নিয়ে বৈঠক করেছেন বলে জানা গেছে।
কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, সরকারি প্রণোদনা বিতরণকালে চেয়ারম্যান মো. সেলিম দলবল নিয়ে তার ওপর হামলা চালায়। অর্থবছরের শেষ বলে অফিসের নির্দেশনা মোতাবেক তালিকা নিয়ে মাস্টার রোল করে স্থানীয় কৃষক-কৃষাণীর হাতে নারিকেলের চারা তুলে দেওয়ার সময় ‘কার দালালি করছি’ বলে তাকে গলা ধাক্কা দিয়ে ফেলে দেয় ও মাস্টার রোল ছিঁড়ে ফেলেন। তিনি জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অভিযুক্ত চেয়ারম্যান মো. সেলিম মারধর করার অভিযোগ অস্বীকার করে বলেন, তার সাথে কৃষি কর্মকর্তার কথা কাটাকাটি হয়েছে। তেমন কোনো ঘটনা সেখানে ঘটেনি।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা জানিয়েছেন, এ ঘটনায় উপজেলা চেয়ারম্যানসহ তারা বৈঠকে বসেছিলেন। তবে কোনো সমাধান হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আহমেদ জানান, তিনি ঘটনাটি শুনেছেন ও ভুক্তভোগীর সাথে কথা বলেছেন। ঘটনার সত্যতা পাওয়া গেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল