চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পলাতক তানভির হোসেন কাকন (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঝিনাইদহ জেলার শহরের বাস টার্মিনাল থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন এ বিষয় নিশ্চিত করেছেন। গ্রেফতার তানভির হোসেন কাকন চুয়াডাঙ্গার দর্শনা নাস্তিপুর গ্রামের বেলেমাঠ পাড়ার আশরাফুল ইসলামের ছেলে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন জানান, গত বৃহস্পতিবার বেলা ১২টায় নাস্তিপুর বেলেমাঠপাড়া গ্রামে অভিযুক্ত তানভির হোসেন কাকন নিজ ঘরে ৫ বছর বয়সী কন্যা শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটির পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে নিয়ে ভর্তি করেন। ঘটনার পর পরই অভিযুক্ত তানভির পালিয়ে যায়। শিশুটির পিতার অভিযোগে দর্শনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।
পুলিশ সুপার আরো জানান, মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে দর্শনা থানা পুলিশ অভিযান পরিচালনা করে অভিযুক্ত তানভির হোসেন কাকনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেই ধর্ষণের কথা স্বীকার করে।
বিডি প্রতিদিন/এএম