মাদারীপুর জেলার শিবচরে গাছ থেকে পড়ে সোহরাব শরীফ (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার চরশ্যামাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহরাব উপজেলার শিরুয়াইল ইউনিয়নের সাদেকাবাদ গ্রামের মৃত নুরু শরীফের ছেলে।
জানা গেছে, গাছ কেটে জীবিকা নির্বাহ করতেন সোহরাব। সকালে উপজেলার চরশ্যামাইল এলাকায় সড়কের পাশের একটি গাছ কাটতে গাছে উঠেন। হঠাৎ পিছলে গাছ থেকে পড়ে যান তিনি। দ্রুত তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে রানা বলেন, 'আমি খবর পেয়ে হাসপাতালে ছুটে এসে দেখি বাবা মারা গেছেন।'
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সোলাইমান বলেন, ' হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।'
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছি।'
বিডি প্রতিদিন/এএম