যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগ বলেছেন, আওয়ামী লীগ কোনো ঠুনকো দল নয়, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হুমকি-ধামকি দিয়ে ক্ষমতা থেকে সরানো যাবে না।
শুক্রবার বিকালে পটুয়াখালীর কলাপাড়ায় শেখ কামাল মিলনায়তনে এক প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যুবলীগ নেতা সোহাগ বলেন, পর্যটন নগরী কুয়াকাটা ও পায়রাবন্দরসহ কলাপাড়া উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। এ কারণে এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে। তাই এ দেশের মানুষ আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। উন্নয়ন অব্যাহত রাখার জন্য সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী নির্বাচনে আবারও আওয়ামীকে ক্ষমতায় আনতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রস্তুতিমূলক সভার সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল আলম বাবুল।বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য নয়া মিয়া নয়ন।
কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে-তামিমে বিথী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেন, সৈয়দ রিমু, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মশিউর রহমান শিম, পৌর যুবলীগের সহ-সম্পাদক শেখ যুবরাজ, যুবলীগ নেতা অ্যাডভোকেট সুমন তালুকদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক যুবলীগ নেতা ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান সাইদ।
সভা শেষে জেলায় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে উপজেলা যুবলীগের উদ্যোগে বিশাল একটি মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী দলীয় কার্যালয় এসে শেষ হয়। এতে যুবলীগের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল