২৭ জুন, ২০২৩ ১৭:২৩

‘নির্বাচন প্রভাবমুক্ত হবে’

বেনাপোল প্রতিনিধি

‘নির্বাচন প্রভাবমুক্ত হবে’

অবাধ, প্রভাবমুক্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.)।

মঙ্গলবার দুপুরে যশোরের শার্শা উপজেলা পরিষদ মিলনায়তনে আগামী ১৭ জুলাই বেনাপোল পৌর সভার নির্বাচন নিয়ে প্রার্থীদের সাথে মত বিনিময় সভায় তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।   

যশোর জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জনাব মো. হুমায়ুন কবীর, উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পালসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। আরও উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার মেয়র প্রার্থী নাসির উদ্দিন, মফিজুর রহমান সজন এবং ফারুক হোসেন উজ্জ্বল সহ ৬৫ জন কাউন্সিলর প্রার্থী। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর