২৯ জুন, ২০২৩ ১৩:০৮

নেত্রকোনায় বৃষ্টির মধ্যে ঈদুল আজহার জামায়াত শেষে পশু কোরবানি

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় বৃষ্টির মধ্যে ঈদুল আজহার জামায়াত শেষে পশু কোরবানি

ঈদের পর কোলাকুলি করছেন দুইজন ব্যক্তি

সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করেই নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত হয়েছে। অবিরাম বৃষ্টির কারণে ঈদগাহের পরিবর্তে অধিকাংশ জায়গায় মসজিদে জামায়াত অনুষ্ঠিত হয়। শহরের প্রধান জামে মসজিদসহ  প্রতিটি মসজিদে কয়েকটি করে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ৮টায় শহরের মোক্তারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে ঈদুল আজহার প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, প্রধানমন্ত্রীর সামরিক সচিব কবীর আহম্মদ, পৌর মেয়র নজরুল ইসলাম খানসহ জেলার বিশিষ্ট রাজনৈতিক সামাজিক ও ব্যক্তিবর্গ।

জেলার ১০টি উপজেলার ৮৬টি ইউনিয়নের বিভিন্ন স্থানে ১ হাজার ৯৩টি ইদগাহ মাঠ ও মসজিদে ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত হয়।

ঈদ জামায়াত শেষে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে পশু কোরবানির মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন ধর্মপ্রাণ মুসলমানেরা।

এদিকে ঈদে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আগে থেকেই সার্বিক প্রস্তুতি নেওয়া হয় বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা। পশু কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা ও চামড়া সংরক্ষণে সতর্ক থাকার আহ্বান জানান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।  

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর