৩ জুলাই, ২০২৩ ১৬:১৬

চাল বিতরণে অনিয়মের মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

ঝিনাইদহ প্রতিনিধি

চাল বিতরণে অনিয়মের মামলায় 
ইউপি চেয়ারম্যান কারাগারে

মঞ্জুর রাশেদ

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে দুস্থদের জন্য সরকারের বরাদ্দকৃত ভিজিএফের চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের মামলায় তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর রাশেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার সকালে তিনি জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক নাজিম উদ্দৌলা সেটি নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশুলী ইসমাঈল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই মামলায় গত ১৬ মে ইউপি চেয়ারম্যান মঞ্জুর রাশেদ হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নেন। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক সেটি নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৩০ এপ্রিল দুপুরে ওই ইউনিয়ন পরিষদের গোডাউন থেকে ৩৮ বস্তা ভিজিএফের চাল জব্দ করে উপজেলা প্রশাসন ইউএনও। এ ঘটনায় ওইদিন রাতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মঞ্জুর রাশেদের নামে মামলা করেন।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর