৩ জুলাই, ২০২৩ ১৮:৩১

বগুড়ায় দাম কমলো কাঁচা মরিচের

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় দাম কমলো কাঁচা মরিচের

বগুড়ায় একদিনের ব্যবধানে দাম কমেছে কাঁচা মরিচের। গত রবিবার বগুড়ার বিভিন্ন বাজারে কাঁচা মরিচ বিক্রি হয়েছে প্রতি কেজি ৩৫০ টাকা থেকে ৪০০ টাকায়। সেটি সোমবার প্রকারভেদে বিক্রি হয়েছে ১০০ টাকা থেকে ১৪০ টাকায়।

জানা যায়, বগুড়ার রাজাবাজার, ফতেহ আলী বাজার, কলোনী বাজার, খান্দার বাজারসহ বিভিন্ন বাজারে কাঁচা মরিচের দাম এখন নিম্নমুখী। পাইকারী বাজারে এক দিনের ব্যবধানে কেজি প্রতি দাম কমেছে ১৬০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত। ঊর্ধ্বমুখী কাঁচা মরিচের বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে। পাইকারি বাজারে গত রবিবার প্রতি কেজি কাঁচা মরিচ ৩৫০ টাকা থেকে ৪০০ টাকায় বিক্রি হলেও সেটি এখন বিক্রি হচ্ছে ১০০ টাকা থেকে ১৪০ টাকায়। কাঁচা মরিচের দাম কমে যাওয়ায় মরিচ কিনতে খুচরা দোকানগুলো ভিড় বাড়ছে ক্রেতাদের। 

রাজাবাজারের খুচরা ব্যবসায়ী লাল মিয়া জানান, গত কয়েক দিনের চেয়ে আজ সোমবার বাজারে কাঁচা মরিচের আমদানি বেশি। যে কারণে দাম অনেক কম। 

কাঁচা মরিচ ক্রেতা পল্লীমঙ্গল এলাকার আমিনুল ইসলাম জানান, বগুড়ার বাজারে কাঁচা মরিচের দাম হঠাৎ কমে যাওয়ায় আমরা নিম্ন আয়ের মানুষ নির্বিঘ্নে কিনতে পারছি। এ রকম দাম থাকলে আমাদের জন্য ভালো হয়। 

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর