নরসিংদীর শিবপুরে পূর্ব শত্রুতার জের ধরে হাত-পায়ের রগ কেটে ও এলোপাথারী কুপিয়ে কলেজছাত্রকে হত্যার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জড়িত থাকার অভিযোগে তুহিন ও ইয়াসিন নামে দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তুহিন তাতারকান্দি এলাকার কাউসার মিয়ার ছেলে এবং ইয়াসিন একই এলাকার মলিন মিয়ার ছেলে।
নিহতের স্বজনরা জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত চার মাস আগে নিহত নাহিদের বন্ধুদের সাথে দেলোয়ার, সাইফুল, শান্ত, তুহিন, শাওন, নাজমুলদের ঝড়গা হয়। ওই ঝড়গার সময় নাহিদের বন্ধুদের সাথে সেও ছিল। এতে দেলোয়ার ও তার বন্ধুরা নিহত নাহিদের উপর ক্ষিপ্ত ছিল। এরই জেরে তারা নাহিদকে হত্যা করে।
নিহতের স্বজনরা আরো জানায়, অভিযুক্তরা এলাকায় কিশোর গ্যাং পরিচালনার পাশাপাশি স্থানীয় বাজার থেকে চাঁদা আদায় করতো।
নরসিংদী শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার জানিয়েছেন, পূর্ব শত্রুতার জের ধরে কলেজ ছাত্র নাহিদকে হত্যা করা হয়েছে। এঘটনায় তুহিন ও ইয়াসিন নামে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল