১০ জুলাই, ২০২৩ ২০:১৩

সিরাজগঞ্জে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৬

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৬

সিরাজগঞ্জে চাঁদাবাজির অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরাজগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার রেজাউল করিম বিষয়টি জানান। 

গ্রেফতারকৃতরা হলো, সিরাজগঞ্জ সদর উপজেলার সাহেদ নগর বেপারিপাড়ার আব্দুল্লাহ আল মামুন, টুকরা ছোনগাছার ইব্রাহীম মোন্নাফ, ছোনগাছা দক্ষিণের ইকবাল চৌধুরী বাবু, চিলগাছার সাগর আলী শহিদুল, চিলগাছার বাবু মিয়া ও দত্তবাড়ী এলাকার রুহুল আমিন। 

পুলিশ সুপার রেজাউল করিম জানান, গত ২ জানুয়ারী সিরাজগঞ্জ সদর উপজেলার খোড়ারগাঁতী গ্রামে কৃষক আমজাদ শেখের বাড়িতে রাত ২টার দিকে মুখে মাফলার পেঁচিয়ে ছয়জন প্রবেশ করেন। এ সময় তারা পিবিআই পুলিশের সহযোগী পরিচয় দিয়ে আমজাদ শেখকে মাদক ব্যবসায়ী উল্লেখ করে ভয়-ভীতি দেখায়। পরে নগদ ২০ হাজার টাকা তার কাছ থেকে হাতিয়ে নেন। এর কিছুদিন পর আবারও একইভাবে তার বাড়ি থেকে ১০ হাজার টাকা ও ১০ আনা সোনা নিয়ে যায়। পরে এ ঘটনায় কৃষক আমজাদ শেখ সিরাজগঞ্জ সদর থানায় অজ্ঞাত পরিচয়ে আসামিদের বিরুদ্ধে মামলা করেন। 

তিনি জানান, মামলার পর পিবিআই পুলিশ ছায়া তদন্ত শুরু করে। গত বুধবার তথ্য প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন ছয়জনকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। তাদের কাছ থেকে খেলনা পিস্তল, পিবিআইয়ের প্যাড ও একটি ট্যাব উদ্ধার করে পিবিআই। প্রতারণার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলমান রয়েছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর