ফেনীর দাগনভূঞার বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরও দুইজন। সোমবার সন্ধ্যায় ফেনী নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সড়কে মিলের সামনে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম শুভ। তার বাড়ি নোয়াখালী জেলার সদর থানায় বলে পুলিশ জানায়। অপর নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি।
দাগনভূঞা থানার ওসি হাসান ইমাম দুইজন নিহতের সত্যতা নিশ্চত করেছেন। তিনি জানান, সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ফেনী থেকে নোয়াখালী জেলার সদর থানার দিকে যাচ্ছিলেন যাত্রীরা। তিনি জানান, বাসটি চট্টগ্রামের দিকে পালিয়ে যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম