প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষণার অপেক্ষায় ভূমিহীন ও গৃহহীনমুক্ত দিনাজপুর সদর উপজেলা। সে লক্ষে সার্বিক প্রস্তুতি নিয়ে সদর উপজেলাকে “ক” শ্রেণির ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা সংক্রান্ত যৌথসভা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার দিনাজপুর সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান।
সদর উপজেলাকে “ক” শ্রেণির ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণার কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সভায় অংশগ্রহণকারীদের নানা প্রশ্ন ও পরামর্শ নিয়ে উন্মুক্ত আলোচনা করেন প্রধান অতিথি।দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) সাথী দাসের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জসিম উদ্দিন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ,জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দিনাজপুর সদর উপজেলায় “ক” শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবার সংখ্যা ছিল ১১০১টি। এর মধ্যে ১ম পর্যায়ে ২৮০টি, ২য় পর্যায়ে ২৫০টি, ৩য় পর্যায়ে ২২০টি, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্থায়নে ২১টি, ৪র্থ পর্যায়ে ৩০১টিসহ খালিগৃহে ২৯টি মিলে মোট ১১০১টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন