ময়মনসিংহের হালুয়াঘাটে বিয়ের প্রলোভনে ও ফুসলিয়ে একইদিনে তিন কিশোরীকে অপহরণের অভিযোগে তিন তরুণকে গ্রেফতার করেছে হালুয়াঘাট থানা পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে আল আমিন নামে এক কিশোরীর পিতা বাদী হয়ে তিন তরুণের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
এর আগে বুধবার সন্ধ্যায় তিন কিশোরীকে খুঁজে পাওয়া যাচ্ছে না মর্মে হালুয়াঘাট থানা পুলিশকে অবহিত করে স্থানীয় ইউপি সদস্যসহ পরিবারের সদস্যরা।
অপহরণের অভিযোগে আটককৃতরা হলো, জামালপুর জেলার সদর উপজেলার পাথালিয়া (নাউভাঙ্গার চর) এলাকার মৃত চান মিয়ার পুত্র অন্তর হাসান (২০), আ. হালিমের পুত্র হাফিজুর রহমান বাবু (২০) ও ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সন্ধ্যাকুড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর পুত্র আক্তারুজামান ওরফে আকাশ (২১)।অপরদিকে উদ্ধার হওয়া তিন কিশোরী হালুয়াঘাট উপজেলার মাজরাকুড়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণি পড়ুয়া তানজিনা আফরিন আলো (১৩), মরিয়ম আক্তার মুক্তা (১৩) ও ৯ম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (১৫)। তাদের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী মাজরাকুড়া এলাকায়। তারা একে অপরের প্রতিবেশী বলে জানা যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাইদুজ্জামান জানান, তিন কিশোরীকে ২২ ধারায় জবানবন্দির জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতের নির্দেশনা মোতাবেক ওই তিন কিশোরীকে তাদের অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় বলেন, দ্রুত অভিযান পরিচালনা করে স্কুল পড়ুয়া তিন কিশোরীকে থানা হেফাজতে নেওয়া হয়। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল