১৫ জুলাই, ২০২৩ ২০:৫৩

মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

মাদারীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের থানতলী এলাকায় ফারজানা আক্তার সুমি (৩০) নামের এক গৃহবধূ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার স্বামী মো. মাঈনুল ইসলাম সিঙ্গাপুর প্রবাসী। শনিবার বিকেলে এ মরদেহ উদ্ধার করা হয়।

সুমির পরিবারের দাবি, নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। তবে সুমির শ্বশুর বাড়ির লোকদের দাবি আত্মহত্যা করেছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সুমি ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে এমন সংবাদ পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ইসতেকার আরা উসা তাকে মৃত্যু ঘোষণা করেন।

এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, বিষয়টি আমরা শুনেছি। ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে মরদেহ পাঠানো হয়েছে। এখনো পরিবার থেকে কোন অভিযোগ আসেনি। এদিকে ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে উল্লেখ করেন তিনি।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর