১৬ জুলাই, ২০২৩ ১৮:১৩

দুই চিকিৎসককে গ্রেফতারের প্রতিবাদে পাবনায় প্রতিবাদ সভা

পাবনা প্রতিনিধি:

দুই চিকিৎসককে গ্রেফতারের প্রতিবাদে পাবনায় প্রতিবাদ সভা

ঢাকা সেন্ট্রাল হাসপাতালের দু'জন চিকিৎসককে গ্রেফতারের প্রতিবাদে ও অবিলম্বে তাদের মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পাবনার চিকিৎসকরা। রবিবার দুপুরে পাবনা জেনারেল হাসপাতাল গেটে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।

গাইনি বিশেষজ্ঞ ডা. সাবেরা সুলতানা বিশ্বাস আসমানির সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন পাবনা সিরাজগঞ্জ ও কুষ্টিয়া অঞ্চলের অবস্টেট্রিক্স এন্ড গাইনি সোসাইটির সাধারণ সম্পাদক ডা. নারগিস সুলতানা, ইএনটি বিশেষজ্ঞ ডা. আহমেদ তাউস, পাবনা জেলা কমিটি বিএমএর সাধারণ সম্পাদক ডা. আকসাদ আল মাসুর আনন, পাবনা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. মো. সিরাজুল ইসলাম প্রমুখ। 

সমাবেশে বক্তারা ডা. মনা ও ডা. শাহজাদীকে গ্রেফতার ও তদন্ত ছাড়াই তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়া তাদের মুক্তি না দেয়া হলে আগামী সোমবার ও মঙ্গলবার পাবনায় প্রাইভেট চিকিৎসা সেবা বন্ধ রাখার ঘোষণা দেন। এতে সকল সোসাইটির চিকিৎসকরা একাত্মতা ঘোষণা করেন।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর