১৭ জুলাই, ২০২৩ ২০:৩১

ভান্ডারিয়া পৌর নির্বাচনে নৌকা বিপুল ভোটে বিজয়ী

পিরোজপুর প্রতিনিধি

ভান্ডারিয়া পৌর নির্বাচনে নৌকা বিপুল ভোটে বিজয়ী

মো. ফাইজুর রশিদ খসরু

পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভার প্রথম নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মো. ফাইজুর রশিদ খসরু বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। নির্বাচনে তিনি ভোট পেয়েছেন ৯ হাজার ৬২৬ ভোট।

সোমবার ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ভোটগ্রহণ সম্পন্ন হয়।

নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফাইজুর রশীদ খসরু (নৌকা প্রতীক) ৯ হাজার ৬২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মঞ্জু (জেপি) প্রার্থী মাহিবুল হোসেন মাহিম পেয়েছেন ৫ হাজার ৭১ ভোট।

ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়াও ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। 

পৌরসভার মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৪১৫ জন। তাদের মধ্যে পুরুষ ১১ হাজার ২৩৬ জন এবং নারী ভোটার ১১ হাজার ১৭৯ জন। মোট ৯টি কেন্দ্রের ৬৮টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 

বিডি-প্রতিদিন/বাজিত

সর্বশেষ খবর