১৯ জুলাই, ২০২৩ ১৫:১৭

নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি:

নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের বীরগঞ্জে ঢেপা নদী হতে অজ্ঞাতনামা (৪০) একজন পুরুষ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুবধার সকালে মৃতদেহটি উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে হয়েছে বলে জানিয়েছে বীরগঞ্জ থানার এসআই মো. রেজাকুল ইসলাম।

তিনি জানান, বুধবার সকাল সাড়ে ৭টায় নিজপাড়া ইউনিয়নের শম্ভুগাঁও নামক স্থানে ঢেপা নদীতে মাছ ধরতে যায় স্থানীয় জেলেরা। মাছ ধরার একপর্যায়ে জেলেদের জালে একটি অজ্ঞাত মৃতদেহ আটকা পড়ে। বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মৃতদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহের কোথাও কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। এখন পর্যন্ত মৃতদেহের পরিচয় পাওয়া যায়নি। মৃতদেহের পরিচয় উদ্ধারে পিবিআই ও সিআইডিকে অবহিত করা হয়েছে। 

এ ব্যাপারে বীরগঞ্জ থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর