২০ জুলাই, ২০২৩ ১১:০৮

টাঙ্গাইলে জঙ্গল থে‌কে ২ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে জঙ্গল থে‌কে ২ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

টাঙ্গাইলের সখিপুরের কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি এলাকায় দুই ব্যবসায়ীকে কু‌পি‌য়ে হত্যা ক‌রে‌ছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (২০ জুলাই) ভোরে স্থানীয়রা লাশ দুইটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। উপ‌জেলার কাকড়াজান ইউনিয়‌নের বা‌ঘেরবাড়ী এলাকার এক‌টি জঙ্গল থে‌কে মর‌দেহ উদ্ধার ক‌রে‌ পু‌লিশ।  

নিহতরা হলেন- সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি  গ্রামের আবুল হোসেনের ছেলে শাহজালাল (৩৫) ও নবু মিয়ার ছেলে মজনু মিয়া (৪৫)।

পু‌লিশ ও স্থানীয়রা জানান, শাহজালাল হা‌মিদপুর চৌরাস্তা বাজারে বিকাশের ব্যবসা করতো। রাত সা‌ড়ে ১১টার দি‌কে দোকান বন্ধ করে একই গ্রা‌মের মজনুর সঙ্গে বাড়ির উদ্দেশ্য রওনা হয়। এরপর তা‌দের আর খোঁজ পাওয়া যায়‌নি। প‌রে বৃহস্প‌তিবার ভো‌রে দুজ‌নের মরদেহ তা‌দের বা‌ড়ি থে‌কে ৩০০ গজ দূরে এক‌টি জঙ্গলে দেখতে পাওয়া যায়। প‌রে পু‌লিশ‌কে খবর দেওয়া হয়। 
ধারণা করা হ‌চ্ছে, তারা দুইজন রা‌তে বা‌ড়ি‌তে ফেরার প‌থে দুর্বৃত্তরা পথ‌রোধ ক‌রে হত্যা করে তাদের ফে‌লে রে‌খে যায়।

সখীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ঘটনাস্থ‌ল থে‌কে দুজ‌নের মর‌দেহ উদ্ধার ক‌রে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতাল ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর