গাজীপুরে ট্রাক উল্টে আকাশ (১৯) নামের এক হেলপার নিহত হয়েছেন। আকাশ মুন্সীগঞ্জের গজারিয়ার তেতুইতলা গ্রামের মিজান মিয়ার ছেলে।
শুক্রবার রাত তিনটার দিকে জয়দেবপুর থানার বিবাদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন জানান, শুক্রবার রাত তিনটার দিকে একটি ট্রাক বিবিদিয়া গ্রামের হজরত উদ্দিনের বাড়ির পাশে পৌঁছালে হঠাৎ কাত হয়ে পুকুরে পড়ে যায়। এসময় হেলপার আকাশ পানিতে ব্লকের নিচে চাপা পড়ে। পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম আকাশকে ব্লকের নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন