বরগুনার বামনা উপজেলার চলাভাঙ্গা সংলগ্ন বিষখালী নদীতে মাছ ধরতে গিয়ে আবুল হোসেন মুছুল্লি (৫৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছে। মঙ্গলবার দুপুরে নদীতে ঝড়ের কবলে পড়ে তিনি নিখোঁজ হন।
নিখোঁজ জেলের বাড়ী পাথরঘাটার রায়হানপুর ইউনিয়নের পূর্ব লেমুয়া গ্রামে। পরিবারে স্ত্রী,এক ছেলে, নাতি ও ২ মেয়ে রয়েছে।
স্থানীয়রা জানায়, আবু হোসেন মুছুল্লি প্রতিদিনের মতো মঙ্গলবার বেলা ১১টার দিকে বিষখালী নদীতে নিজের নৌকা নিয়ে মাছ ধরতে যায়। বেলা আনুমানিক দেড়টার দিকে ঝড় বাতাসে নদীতে পড়ে যায়। স্রোতে ভেসে নৌকা এক পর্যায়ে কাকচিড়া টার্মিনালের কাছে চলে আসলেও জেলে আবুল হোসেন মুছুল্লির সন্ধান পাওয়া যায়নি।বিডি প্রতিদিন/হিমেল