লালমনিরহাটের সাপ্টিবাড়ী পল্লী বিদ্যুৎ এলাকায় জেলা তাঁতি দলের সভাপতি মোজ্জামেল হক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
বুধবার (২ আগষ্ট) দিবাগত রাতে লালমনিরহাট- বুড়িমারী মহাসড়কের সাপ্টিবাড়ী পল্লী বিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল হক(৬০) লালমনিরহাট পৌরসভা সাপটানা লিচু বাগান এলাকার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী পথচারীরা জানায়, লালমনিরহাট থেকে আদিতমারীর দিকে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে বিপরীত হতে আসা একটি মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলসহ আরোহী মোজ্জাম্মেল হক ছিটকে গিয়ে ট্রাকের সামনের বাম্পারের সাথে আটকে যায় এবং সেই অবস্থায় মহাসড়কেই প্রায় তিনশত মিটার পর্যন্ত টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। পরে পথচারী ও আশপাশের লোকজনের চিৎকারে ট্রাকটি দাঁড় করিয়ে রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মোজাম্মেল হককে উদ্ধার করে চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় আহত মোজাম্মেল হক রাতেই মারা যায়।আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুর্ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ