৪ আগস্ট, ২০২৩ ২০:০৫

ফেসবুক লাইভে মাদক সেবনের দায়ে কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি

ফেসবুক লাইভে মাদক সেবনের দায়ে কারাদণ্ড

সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) মাদক সেবনের লাইভ ভিডিও প্রচার করছিলেন এক যুবক। এতে তিনি বিভিন্নজনকে গালি দিচ্ছিলেন। এই ভিডিও সম্প্রচারের পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে।

শুক্রবার আদালতে মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

দণ্ডপ্রাপ্ত ওই যুবক মো. ইসমাইল হোসেন নয়ন। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার কিং শ্রীপুর এলাকার ইব্রাহীম খলিলের ছেলে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওই যুবক মাদক সেবন করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় প্রশাসনিক দায়িত্বশীল কর্মকর্তাদের গালিগালাজ করছেন। 

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, ইসমাইল হোসেন নয়ন সম্প্রতি চৌদ্দগ্রাম কাঁচা বাজারে ফেসবুক লাইভে এসে মাদক সেবক করে। খবর পেয়ে তাকে মাদকের বোতলসহ আটক করা হয়। শুক্রবার আদালতে মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল জানান, প্রকাশ্যে মাদকসেবন করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ইসমাইল হোসেন নয়নকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর