শোকাবহ আগস্টে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মাগুরা জেলা আওয়ামী যুবলীগ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। শনিবার দুপুরে শহরের সেগুন বাগিচা এলাকায় জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলী আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। প্রধান বক্তা ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার।
বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, জেলা আওয়ামী লীগের সহভাপতি মন্সী রেজাউল হক, আবু নাসির বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, সাংগঠনিক সম্পাদক রানা আমীর ওসমান, যুবলীগের কেন্দ্রীয় সদস্য কাজী আনিসুর রহমান তৈমুর, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আশরাফ খান ও সাকিব হাসান তুহিন প্রমুখ।বিডি প্রতিদিন/এমআই